Operation Kalanemi | ‘ভন্ড সাধু’ ধরতে অপারেশন 'কালনেমি' অভিযান উত্তরাখণ্ডে, ১ সপ্তাহেই পুলিশের জালে ১২৫০ জন!
Wednesday, July 16 2025, 1:42 pm
Key Highlightsভুয়ো সাধু ধরতে অভিযান শুরু করতে হয়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকারকে। সেই অভিযানে মাত্র এক সপ্তাহেই হাজারের বেশি ‘ভণ্ড সাধু’ ধরা পড়েছে বলে খবর।
দেবভূমি উত্তরাখণ্ড নাকি ছেয়ে গিয়েছে ভন্ড সাধুতে! এবার বাধ্য হয়ে ভুয়ো সাধু ধরতে অভিযান শুরু করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির নেতৃত্বে ভুয়ো সাধু সন্ন্যাসী এবং গুরুদের ধরতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে অভিযান। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন কালনেমি। সূত্রের খবর, মাত্র এক সপ্তাহেই ১২৫০ জন সন্দেহভাজনকে আটক করেছে উত্তরাখন্ড পুলিশ। তাঁদের মধ্যে প্রায় ১০০ জন ভুয়ো সাধুকে শনাক্ত করা হয়েছে। বেশ কয়েকজন সংসার জীবন ফিরে যেতেও চাইছেন।
- Related topics -
- দেশ
- উত্তরাখন্ড
- কেদারনাথ
- বিজেপি

