Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Tuesday, April 1 2025, 1:25 pm
Key Highlights১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! এর মধ্যে রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতাল এবং উধম সিং নগর জেলার মতো ১৫ টি জায়গা।
১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! এর মধ্যে রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতাল এবং উধম সিং নগর জেলার মতো ১৫ টি জায়গা। যেমন হরিদ্বারের আউরঙজেবপুরের নাম পরিবর্তন করে শিবাজিনগর, ঘাজিওয়ালির নাম পরিবর্তন করে আর্যনগর, মহম্মদপুর জাটের নাম মোহনপুর জাট, খানপুর কুরসালির নাম আম্বেদকর নগর, ইদ্রিশপুরের নাম নন্দপুর, খানপুরের নাম কৃষ্ণপুর এবং আকবরপুর ফজলপুরের নাম বিজয়পুর করা হচ্ছে। সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, সেখানকার মানুষের আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরাখণ্ড
- বিজেপি

