কাদামাটিতে বন্ধ টানেলের মুখ, ভিতরে আটকে ৩৯, উদ্ধারে প্রাণপাত করছে সেনা
Monday, February 8 2021, 4:39 pm
Key Highlightsটানেলের মধ্যে আটকে পড়েছেন অন্তত ৩৯ জন। এমনই আশঙ্কা আর পাহাড়প্রমাণ প্রতিবন্ধকতা নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় দিন-রাত কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। সেনা, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা কাজ করছেন উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে বন্যা বিধ্বস্ত চামোলির তপোবন জলবিদ্যুৎ কেন্দ্রের কাছের ওই টানেলে। রবিবার উত্তরখাণ্ডের চামোলিতে হিমবাহ ফেটে পাহাড় চূড়া থেকে কাদামাটি ও জলের বিশাল স্রোত নেমে আসে অলকানন্দা নদীর প্রবাহ বেয়ে। কাদামাটির নীচে চাপা পড়ে যায় তপোবন জলবিদ্যুৎ কেন্দ্র-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।
- Related topics -
- দেশ
- উত্তরাখণ্ড
- আইটিবিপি

