দেশ

Uttar Pradesh | তিন বছরের শিশুকন্যাকে ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! এনকাউন্টারে খতম অভিযুক্ত!

Uttar Pradesh | তিন বছরের শিশুকন্যাকে ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! এনকাউন্টারে খতম অভিযুক্ত!
Key Highlights

ঘুমন্ত অবস্থায় তিন বছরের এক শিশুকন্যাকে ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্তকে এনকাউন্টারে খতম করলো পুলিশ।

ঘুমন্ত অবস্থায় তিন বছরের এক শিশুকন্যাকে ফুটপাথ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্তকে এনকাউন্টারে খতম করলো পুলিশ। গত বুধবার রাতে উত্তরপ্রদেশের লখনউয়ে একটি মেট্রো স্টেশনে দিনমজুর বাবা, মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল শিশুটি। অভিযোগ গভীর রাতে এক দুষ্কৃতী ওই শিশুটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে একটি ফাঁকা জায়গা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। শুক্রবার ভোরে অভিযুক্তকে খুঁজে তাকে আত্মসমর্পণ করতে বললে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পালটা গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় অভিযুক্তর।