Uttar Pradesh | অযোধ্যা ধাম-পঞ্চকোশী পরিক্রমার রাস্তায় আমিষ খাবার ডেলিভারিতে 'না'! কড়া নির্দেশ জারি সরকারের

Friday, January 9 2026, 4:26 pm
Uttar Pradesh | অযোধ্যা ধাম-পঞ্চকোশী পরিক্রমার রাস্তায় আমিষ খাবার ডেলিভারিতে 'না'! কড়া নির্দেশ জারি সরকারের
highlightKey Highlights

অযোধ্যা ধাম এবং পঞ্চকোশী পরিক্রমার রাস্তায় আমিষ খাবার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আমিষ নিরামিষ নিয়ে ফের বিতর্ক উত্তরপ্রদেশে। শুক্রবার নয়া নির্দেশিকা জারি করে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, অযোধ্যা ধাম এবং পঞ্চকোশী পরিক্রমার রাস্তায় আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এই নিষেধাজ্ঞা শুধু দোকান, হোটেল এবং রেস্তোরাঁয় খাবার বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জোমাটো, সুইগি এবং অন্যান্য অনলাইন ডেলিভারি অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। গেস্টহাউস এবং হোমস্টে গুলিতেও আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রশাসনের দাবি পর্যটকেরা অনলাইনে খাবার অর্ডার করায় স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File