আন্তর্জাতিকআমেরিকার দক্ষিণ ফ্লোরিডায় বিশ্বে প্রথম কোভিডের অ্যান্টিবডি নিয়েই জন্ম নিল শিশু
কোভিডের রক্ষাকবচ সঙ্গে নিয়েই জন্ম হল শিশুর। আমেরিকার দক্ষিণ ফ্লোরিডায় বিশ্বে এই প্রথম। চিকিৎসকরা জানিয়েছেন, মৃদু, মাঝারি ও ভয়াবহ সার্স-কভ-২ ভাইরাসের সব রকমের সংক্রমণই রুখে দিতে পারে এমন অ্যান্টিবডিগুলি সঙ্গে নিয়েই জন্ম হয়েছে শিশুটির। তবে সত্যি সত্যিই শিশুটির শরীরের এই অ্যান্টবডিগুলি কোভিড প্রতিরোধে কতটা কার্যকর হবে, সেজন্য আরও গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গর্ভবতী অবস্থাতেই ওই মহিলাকে করোনাভাইরাস টিকার প্রথম ডোজটি দেওয়া হয়েছিল। প্রসবের সময় এগিয়ে আসায় দ্বিতীয় ডোজটি আর তাঁকে দেওয়া সম্ভব হয়নি। প্রসবের আগে ওই মহিলাকে দেওয়া হয়েছিল যে টিকা, তা সব আসন্নপ্রসবাকেই দেওয়া হয়। সেই টিকা নিরাপদে প্রসব করানোর জন্য দেওয়া হয়।