Houthi Attack | ট্রাম্পের নির্দেশে হাউথি ঘাঁটিতে হানা মার্কিন সেনার, নিহত অন্তত ২৪
Sunday, March 16 2025, 1:45 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হাউথি ঘাঁটিতে হানা মার্কিন সেনার। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে।
বহুদিন ধরেই লোহিত সাগরে হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের সশস্ত্র হাউথি গোষ্ঠী। এবার তাদের দমন করতে উদ্যোগী আমেরিকা। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হাউথি ঘাঁটিতে হামলা করেছে মার্কিন সেনা। জানা যাচ্ছে, হামলায় নিহত হয়েছে ২৪ জন। এদের মধ্যে ইয়েমেনের রাজধানী সানায় নিহত হয়েছেন ১৩ জন সাধারণ নাগরিক, আহত ৯। নিহত বাকি ১১ জনের মধ্যে চারজন শিশু ও একজন মহিলা রয়েছেন। হামলা আপাতত লাগাতার চলবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- দক্ষিণ আমেরিকা
- আমেরিকা
- আমেরিকা প্রেসিডেন্ট
- আমেরিকা ডিফেন্স সিকিওরিটি কোঅপারেশন এজেন্সি
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- donald trump
- হামলা
- আহত
- নিহত