Trump | ট্রাম্পের খপ্পরে পড়লো না গ্রিনল্যান্ড ! নির্বাচনে ডেমোক্র্যাটসদের ভোট দিয়ে 'স্বাধীনতা'কেই বেছে নিলো দ্বীপবাসীরা
Thursday, March 13 2025, 3:12 am

বিরোধী মতাদর্শে বিশ্বাসী ডেমোক্র্যাটস পার্টি বিপুল সাফল্য পেল গ্রিনল্যান্ডের পার্লামেন্টের নির্বাচনে।
প্রেসিডেন্টের গদিতে বসেই গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভাগ্যে শিঁকে ছিড়লো না। গ্রিনল্যান্ডের নির্বাচনে গো হারা হারলেন ট্রাম্প। মঙ্গলবার দ্বীপে ৩১টি আসনে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনে মোট ৬টি দলের প্রার্থী ছিলেন। আসনসংখ্যা ছিল ৩১টি। তাঁর মধ্যে ১০টিই গিয়েছে ট্রাম্প বিরোধী মতাদর্শে বিশ্বাসী ডেমোক্র্যাটস পার্টির দখলে। আটটি আসন পেয়ে দ্বিতীয় স্থানে স্বাধীনতাকামী নালেরাক পার্টি এবং তৃতীয় স্থানে প্রধানমন্ত্রী মিউটে এগেদের দল। অর্থাৎ ফের গ্রিনল্যান্ডের কুর্সিতে বসতে চলেছে জোট সরকার।