Donald Trump | রাজনৈতিক চাপে এপস্টেইন ফাইলস-এ সই ট্রাম্পের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
Thursday, November 20 2025, 5:19 am
Key Highlightsপ্রয়াত মার্কিন যৌন অপরাধী ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে জড়িত সব ফাইল জনসমক্ষে আনার বিষয়ে একটি বিলে সই করেছেন তিনি।
অবশেষে প্রয়াত মার্কিন যৌন অপরাধী ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে জড়িত সব ফাইল জনসমক্ষে আনার বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করলেন, ‘আশা করছি ডেমোক্র্যাটদের আসল সত্য এবং জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাদের সম্পর্কের সত্য দ্রুত প্রকাশ পাবে। এর কারণ আমি এপস্টেইন ফাইলগুলি প্রকাশের জন্য বিলে সই করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের অসাধারণ জয় থেকে মনোযোগ সরানোর জন্য ডেমোক্র্যাটরা ‘এপস্টেইন’ ইস্যুটি ব্যবহার করেছে। এই ইস্যু রিপাবলিকান পার্টির তুলনায় তাঁদের অনেক বেশি প্রভাবিত করে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- যৌন হেনস্তা
- শিশু যৌন নির্যাতন
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প

