USA-Canada | চিনের সঙ্গে বাণিজ্য করলেই ১০০ শতাংশ ট্যারিফ! ট্রাম্পের হুমকিতে ত্রস্ত কানাডা
Sunday, January 25 2026, 3:35 am

Key Highlightsচিনের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হলেই ক্যানাডার পণ্যের উপর ১০০ শতাংশ ট্যারিফ আরোপ করা হবে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।
সম্প্রতি ডাভোসের ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে দাঁড়িয়ে নাম না করে ট্রাম্পের আগ্রাসন নীতির সমালোচনা করেছিলেন ক্যানাডার প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডে আমেরিকার ‘গোল্ডেন ডোম’ তৈরির প্রস্তাবের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মার্ক কর্নি। এরপরই মার্ক কর্নির প্রশাসনকে সতর্ক করলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, চিনের জন্য পণ্য পাঠাতে ক্যানাডাকে ‘ড্রপ অফ পোর্ট’ করার চিন্তা করলে ‘চিন ক্যানাডাকে গিলে খেয়ে ফেলবে।’ ক্যানাডার পণ্যের উপর ১০০ শতাংশ ট্যারিফের হুমকি ট্রাম্পের।
- Related topics -
- আন্তর্জাতিক
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- donald trump
- কানাডা
- আমেরিকা
- শুল্ক


