Puja Khedkar | পূজা খেড়করের IAS অফিসার হিসেবে অস্থায়ী প্রার্থীতা বাতিল করলো UPSC
বিতর্কিত প্রশিক্ষণার্থী আইএএস অফিসার পূজা খেড়করের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলো ইউপিএসসি কর্তৃপক্ষ।
বিতর্কিত প্রশিক্ষণার্থী আইএএস অফিসার পূজা খেড়করের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলো ইউপিএসসি কর্তৃপক্ষ। ইউপিএসসি জানিয়েছে, সিভিল সার্ভিস পরীক্ষা ২০২২-এর আবেদনে অনিয়মের জন্য, আইএএস অফিসার হিসেবে পূজার অস্থায়ী প্রার্থীতা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে তিনি ইউপিএসসি পরিচালিত আর কোনও পরীক্ষাও দিতে পারবেন না তিনি। অর্থাৎ, পূজা খেড়করের আর কোনোদিনই আইএএস অফিসার হওয়া সম্ভব নয়। উল্লেখ্য, ইউপিএসসি পরীক্ষার আবেদনপত্রে পূজা 'জাল' প্রতিবন্ধকতা ও ওবিসি সার্টিফিকেট দিয়েছিলেন বলে অভিযোগ।
- Related topics -
- ভারত
- ইউপিএসসি
- সিভিল সার্ভিস পরীক্ষা
- আইএএস অফিসার