অর্থনৈতিক

UPI | জালিয়াতি রুখতে বন্ধ হবে UPI-র পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা!

UPI | জালিয়াতি রুখতে বন্ধ হবে UPI-র পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা!
Key Highlights

১ অক্টোবর থেকে বন্ধ হতে চলেছে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা।

দেশের প্রায় সর্বত্র ব্যবহার হয় ইউপিআই। প্রতিদিন অসংখ্য মানুষ এই ডিজিটাল পেমেন্ট পদ্ধতির মাধ্যমে টাকা লেনদেন করেন। এবার এই ইউপিআই দ্বারা জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নেওয়া হলো। ১ অক্টোবর থেকে বন্ধ হতে চলেছে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা। যদিও মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে এই ধরণের লেনদেন চালু থাকবে। এই ফিচাররের মাধ্যমে ইউপিআই ব্যবহারকারী গ্রাহকদের মানি রিকোয়েস্ট পাঠাত জালিয়াতরা। কোনও ব্যবহারকারী ভুল করে সেই রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করে ফেললেই অ্যাকাউন্ট থেকে কেটে যেত টাকা।