Kharagpur | খড়্গপুরে অকালবৃষ্টি, ঝড়ে গাছ পড়ে থমকে এক্সপ্রেস ট্রেন, শিলায় ঢেকেছে মাটি

মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ খড়গপুরে আচমকাই শুরু হয় ঝড়, সঙ্গে তুমুল শিলাবৃষ্টি। শহরের একাধিক এলাকায় ভেঙে পড়ে বড় বড় গাছ।
ফাল্গুনে অকাল কালবৈশাখীতে লণ্ডভণ্ড খড়গপুর। সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ খড়গপুরে আচমকাই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়ের সাথে চলতে থাকে শিলাবৃষ্টি। খড়গপুর স্টেশন, মহকুমা হাসপাতালসহ শহরের অনেক জায়গায় ভেঙে পড়ে একাধিক গাছ। স্টেশনে দাঁড়ানো করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনের উপরে একটি গাছ পড়ায় প্রায় ঘন্টাখানেক আটকে থাকে ট্রেন। এছাড়া জগন্নাথ এক্সপ্রেস, রানি শিরোমণি এক্সপ্রেসসহ একাধিক লোকাল ট্রেনও আটকে পড়ে। পুরু শিলার পরতে ঢাকে রাস্তা। রাত ১০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
- Related topics -
- রাজ্য
- খড়গপুর
- ভয়ঙ্কর ঝড়
- শিলাবৃষ্টি
- পশ্চিমবঙ্গ
- ট্রেন