United States Tariffs | ট্রাম্পের শুল্কের কোপ এবার বিনোদন জগতে! সিনেমা মুক্তিতে ১০০% শুল্ক চাপাবে মার্কিন প্রশাসন!
Monday, May 5 2025, 9:22 am

আমেরিকা ঘোষণা করে জানিয়েছে, আমেরিকার বাইরে প্রযোজিত যে কোনও সিনেমা মুক্তিতে এবার ১০০ শতাংশ কর দিতে হবে ট্রাম্প প্রশাসনকে।
ফের শুল্ক চাপালো আমেরিকা! তবে এবার শুল্কের কোপ পড়লো বিনোদন জগতের ওপর। আমেরিকা ঘোষণা করে জানিয়েছে, আমেরিকার বাইরে প্রযোজিত যে কোনও সিনেমা মুক্তিতে এবার ১০০ শতাংশ কর দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। এই নির্দেশিকার জেরে কার্যত মাথায় হাত পড়েছে অন্যান্য বিদেশি প্রযোজনা সংস্থাগুলির। কারণ, তাদের প্রযোজিত সিনেমা আমেরিকায় মুক্তি পেলে ১০০ শতাংশ কর দিতে হবে, যা আর্থিকভাবে বিপুল অঙ্কের। একই সমস্যার মুখে বলিউডও। কারণ কোনও ভারতীয় ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পেলে বাড়তি কর দিতে হবে প্রযোজনা সংস্থাকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- আমেরিকা
- আমেরিকা প্রেসিডেন্ট
- বিনোদন