United States | পালক পনিরের ‘গন্ধে’ না! আমেরিকার আদালতে মামলা করে ২ কোটি পেলেন দুই ভারতীয় পড়ুয়া!
Wednesday, January 14 2026, 4:09 pm

Key Highlightsবিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টির অভিযোগ ছিল, তাঁদের মোটা টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত।
পিএইচডি করতে আমেরিকায় গিয়েছিলেন দুই ভারতীয় ছাত্র ছাত্রী। ক্যান্টিনে বাড়ি থেকে বানিয়ে আনা পালক পনির মাইক্রোওভেনে গরম করতেই বিপাকে পড়েছিলেন আদিত্য প্রকাশ। সঙ্গে ছিল ঊর্মি ভট্টাচার্য নামে আরেক ছাত্রী। অভিযোগ, তাঁদের ডিপার্টমেন্টের এক মহিলা কর্মী আদিত্যকে বলেন, খাবার থেকে পচা গন্ধ বেরোচ্ছে। এরপর থেকেই ক্রমাগত বৈষ্যম্যের স্বীকার হতে হয় তাঁদের। বিক্ষুদ্ধ হয়ে কলোরাডো আদালতে মামলা করেন তারা। বিশ্ববিদ্যালয়কে মোটা টাকা (প্রায় ১.৮ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ভারতীয়
- জরিমানা


