মায়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জ-কর্তা

Saturday, February 13 2021, 8:32 am
highlightKey Highlights

বিক্ষোভকারীদের ঠেকাতে যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করছে মায়ানমারের পুলিশ, এবং তাঁদের কাছে সেই প্রমাণ রয়েছে বলে জানালের রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি। মায়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশও জানিয়েছেন তিনি। মায়ানমারে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত তদন্তকারী অফিসার অ্যানড্রু টমাস আজ জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের উচিত অবিলম্বে মায়ানমারের উপরে আর্থিক, সামরিক এবং সফর সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা। তাঁর কথায়, ‘‘বিভিন্ন রিপোর্ট ও ছবি থেকে আমরা এই প্রমাণ পেয়েছি যে গত কয়েক দিনে বিক্ষোভ ঠেকাতে সেনার নির্দেশে আগ্নেয়াস্ত্রের প্রয়োগ করেছে পুলিশ। যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই পরিস্থিতিতে আমার প্রস্তাব, অবিলম্বে মায়ানমারের সেনা কর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হোক।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File