FCRA | NGOগুলির বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে কড়াকড়ি কেন্দ্রের! নয়া নিয়ম না মানলে বাতিল হবে FCRA লাইসেন্স

Tuesday, November 12 2024, 11:43 am
highlightKey Highlights

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নোটিশ জারি করে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে আরও কড়াকড়ি নিয়ম আনলো কেন্দ্র।


কোনও NGOর সঙ্গে যদি দেশবিরোধী কার্যকলাপ বা ধর্মান্তর বা জঙ্গি গোষ্ঠীগুলোর যোগ পাওয়া যায় তাহলে ওই সংস্থার FCRA লাইসেন্স বাতিল করবে কেন্দ্র! সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নোটিশ জারি করে আরও বলেছে, সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি ভঙ্গের কাজে যদি বিদেশি অনুদান ব্যবহৃত হয় তাহলেও ওই NGOর FCRA লাইসেন্স কেড়ে নেওয়া হবে। এছাড়াও সংস্থার তরফে যদি বার্ষিক রিটার্ন আপলোড না করা হয় বা বিদেশি অনুদান নিয়ে সেটা যথাযথ খাতে ব্যবহার না হয়, তাহলেও বাতিল হতে পারে FCRA লাইসেন্স।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File