SSC Scam | সুরাহার আশায় প্রাক্তন সিবিআই কর্তার দ্বারস্থ হলেন চাকরিহারারা
Sunday, June 8 2025, 2:33 pm
Key Highlightsএবার প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে চাকরিহারাদের একাংশ। রবিবার দুপুরে তাঁর সল্টলেকের বাড়িতে যান চাকরিহারারা।
সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির ২০১৬ সালের প্যানেল বাতিল হতেই চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী। নতুন করে নিয়োগ পেতে হলে দিতে হবে পরীক্ষা। যদিও চাকরিহারাদের একাংশ নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ। এবার সমস্যার সুরাহা খুঁজতে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সাথে দেখা করলেন চাকরিহারারা। রবিবার দুপুরে তাঁর সল্টলেকের বাড়িতে যান চাকরিহারারা। আলোচনা শেষে তাঁরা বললেন, "আজ স্যারের থেকেও পরামর্শ চাইতে গিয়েছিলাম। কিছু জিনিস জানতে পারলাম। কিছু জানা গেল না। সবটা মিলিয়েই আমরা লড়ব।”
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- শিক্ষক নিয়োগে দুর্নীতি
- চাকরি দুর্নীতি
- দুর্নীতি
- এসএসসি

