Modi-SSC Teacher | বৃহস্পতিবার বঙ্গে আসছেন নমো, চাকরি জট কাটাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে পারে চাকরিহারারা!
Wednesday, May 28 2025, 12:47 pm
Key Highlightsনিজেদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন চাকিরহারা শিক্ষক শিক্ষিকারা। আলিপুরদুয়ারেই রয়েছে চাকরিহারাদের এক প্রতিনিধিদল।
অপারেশন সিঁদুরের পর প্রথম বংগো সফরে আসছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সিকিম সফর সেরে আলিপুরদুয়ার পৌঁছবেন নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, নিজেদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন চাকিরহারা শিক্ষক শিক্ষিকারা। আলিপুরদুয়ারেই রয়েছে চাকরিহারাদের এক প্রতিনিধিদল। ফলে চাকরি নিয়ে জট কাটাতে তারা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে পারেন বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, গত ২৩ মে মনোজ টিজ্ঞার সঙ্গে দেখা করেছেন তাঁর। জেলাশাসক ও জেলা সভাধিপতির সঙ্গেও দেখা করেছে চাকরিহারাদের প্রতিনিধিদল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নরেন্দ্র মোদি
- এসএসসি
- শিক্ষক নিয়োগ
- শিক্ষক নিয়োগে দুর্নীতি

