Swachh Bharat | দেশের ১০টি সবথেকে নোংরা শহর আছে পশ্চিমবঙ্গেই! দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের আওতায় রাজ্য পেল ৮৬০.৩৫ কোটি টাকা!

Friday, June 28 2024, 7:00 am
highlightKey Highlights

দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য ৮৬০.৩৫ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র।


দ্বিতীয় স্বচ্ছ ভারত মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য ৮৬০.৩৫ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্র। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছিল যে দেশের ১০টি সবথেকে নোংরা শহর আছে পশ্চিমবঙ্গেই। সবথেকে নোংরা শহরের অস্বস্তির মুখে পড়েছিল হাওড়া। পাশাপাশি এই তালিকায় ছিল কল্যাণী, মধ্যমগ্রাম, কৃষ্ণনগর, আসানসোল, রিষড়া, বিধাননগর, কাঁচরাপাড়া, কলকাতা এবং ভাটপাড়া। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর থেকে দিনে মোট ৪,০৪৬ টনের মতো কঠিন বর্জ্য জমে থাকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File