Sealdah Station Fire | শিয়ালদহ ব্রিজের নীচে ভয়াবহ অগ্নিকান্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন!
![Sealdah Station Fire | শিয়ালদহ ব্রিজের নীচে ভয়াবহ অগ্নিকান্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন!](https://media.bengalbyte.in/images/5v3g482v/featured.webp)
প্রথমে দমকলের ৭টি ইঞ্জিন আসে। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আরও ৩টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়।
শিয়ালদহ স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকান্ড! এখনও অবধি দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রথমে দমকলের ৭টি ইঞ্জিন আসে। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আরও ৩টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। উপস্থিত মুচিপাড়া থানার পুলিশও। জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে শিয়ালদহ ব্রিজের নীচে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। হোস পাইপে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
- Related topics -
- শহর কলকাতা
- শিয়ালদহ
- শিয়ালদহ
- অগ্নিকান্ড
- দমকল