Manipur CM | মিলছে না নতুন মুখ্যমন্ত্রী, মণিপুরে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন !

Wednesday, February 12 2025, 5:33 am
highlightKey Highlights

মণিপুরে ৪৮ ঘণ্টার উপরে মুখ্যমন্ত্রী নেই ও কেউ সরকার গড়ার দাবি না জানানোয় সে রাজ্যে এখন সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়েছে। জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন।


দুদিন আগেই পদত্যাগ করেছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এই দুদিন দফায় দফায় বৈঠক করেও মুখ্যমন্ত্রী পদে কোনো নতুন মুখ দিতে পারলো না ভারতীয় জনতা পার্টি। অতএব সংবিধান অনুসারে অনুচ্ছেদ ৩৫৬ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে মণিপুরে। রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্য সরকারের কার্যকলাপ কেন্দ্রের কাছে এবং আইনসভার কার্যকলাপ সংসদের কাছে বর্তাবে। শুধুমাত্র হাইকোর্টের কার্যকলাপ অপরিবর্তিত থাকবে। প্রসঙ্গত, অশান্ত মনিপুর সামলাতে ব্যর্থ হয়েই পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File