Umar Khalid | দিদির বিয়েতে যাওয়ার জন্যে জামিন পেলেন উমর খালিদ, একবছর পর বেরোবেন জেল থেকে!

Thursday, December 11 2025, 3:43 pm
Umar Khalid | দিদির বিয়েতে যাওয়ার জন্যে জামিন পেলেন উমর খালিদ, একবছর পর বেরোবেন জেল থেকে!
highlightKey Highlights

প্রায় এক বছর পর আবার জেলমুক্তি ঘটতে চলেছে দিল্লি হিংসায় অন্যতম অভিযুক্ত উমরের।


২০২০ এর ফেব্রুয়ারিতে CAA বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে হিংসার ঘটনায় নিহত হন ৫৩ জন। হিংসার ঘটনায় ‘অন্যতম মূল ষড়যন্ত্রকারী’র অভিযোগে উমর খালিদকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দিদির বিয়ে উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন উমর। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে উমরের ‌অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক সমীর বাজপেয়ী। দিল্লি আদালত জানিয়েছে, জামিনে থাকালীন শুধু পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সঙ্গেই দেখা করতে পারবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File