লাইফস্টাইলকলকাতাতে এবার বলিউড তারকাদের প্রিয় সালোঁ! সেরা হেয়ারস্টাইল পেতে আসুন B BLUNT-এ
তিলোত্তমার বুকে ডানা মেলল স্টাইলের আলটিমেট ডেস্টিনেশন B BLUNT। কিং খানের ‘রইস’ কিংবা আমির খানের ‘দঙ্গল’ নানা চরিত্রের ভিন্ন হেয়ারকাটের সাক্ষী থেকেছে দর্শকরা। হেয়ারস্টাইল ও মেক-ওভারের জন্য বলিউড তারকাদের প্রিয় ডেস্টিনেশন B BLUNT। মুম্বইয়ের পাশাপাশি গোটা দেশে ৭০টিরও বেশি শাখা রয়েছে। তবে এতদিন এই সৌন্দর্যের ঠিকানা থেকে বঞ্চিত ছিল কলকাতা। অবশেষে প্রীতি আগরওয়ালের হাত ধরে এ শহরেও যাত্রা শুরু করল B BLUNT। গত ২৩ অক্টোবর হয় শুভ উদ্বোধন। দেবশ্রী রায়, জুন মালিয়া, কনীনিকা বন্দ্যোপাধ্যায় থেকে রচনা বন্দ্যোপাধ্যায়- কে আসেননি এখানে! প্রত্যেকের চুলের গুণাগুণ বিচার করে পরিষেবা দেওয়া হয়েছে। কলকাতায় B BLUNT-এর ফ্র্যাঞ্চাইজি খোলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন টলিপাড়ার তারকারা।