Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি

Sunday, September 14 2025, 4:44 pm
highlightKey Highlights

রাশিয়ার সবচেয়ে বড় তৈল শোধনাগার কিরিশিতে ভয়ংকর হামলা চালাল ইউক্রেন।


রাশিয়ার কিরিশি শোধনাগার বছরে প্রায় ১ কোটি ৭৭ লাখ মেট্রিক টন (৩ লাখ ৫৫ হাজার ব্যারেল প্রতিদিন) রুশ অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে, যা দেশের মোট উৎপাদনের ৬.৪ শতাংশ। এদিন এই শোধনাগারে ৩৬১টি ড্রোন নিয়ে হামলা চালায় ইউক্রেন। হামলার পর ইউক্রেনের এক সেনাকর্তা ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে তেল শোধনাগার। রবিবার এই হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। রাশিয়ার লেনিনগ্রাদ প্রদেশের গভর্নর আলেকজান্ডার দ্রোজডেনকো জানান, তিনটি ড্রোন ধ্বংস করেছেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File