দেশ

UGC । এবার সময়ের আগেই হতে পারবেন গ্রাজুয়েট! দুটি বিষয় নিয়ে একসাথে পড়তেও পারবেন! নয়া নির্দেশিকা ইউজিসির

UGC । এবার সময়ের আগেই হতে পারবেন গ্রাজুয়েট! দুটি বিষয় নিয়ে একসাথে পড়তেও পারবেন! নয়া নির্দেশিকা ইউজিসির
Key Highlights

উচ্চশিক্ষায় একগুচ্ছে নয়া নির্দেশিকা আনল ইউজিসি। পড়ুয়ারা ইচ্ছে মত স্নাতক শেষ করার সময় বাড়াতে বা কমাতে পারবেন, উচ্চশিক্ষায় বেছে নেওয়া যাবে খুশি মত বিষয়।

উচ্চশিক্ষায় একগুচ্ছ  নির্দেশিকা প্রকাশ ইউজিসির। নির্দেশিকায় জানানো হয়েছে, পড়ুয়ারা নির্দিষ্ট সময়ের আগে বা পরে স্নাতক শেষ করতে পারবেন। এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে Accelerated Degree Programme (ADP) and Extended Degree Programme (EDP)। আরও বলা হয়েছে , স্নাতক স্তরে নিজের পছন্দমতো যে কোনো বিষয়ের কম্বিনেশন নিয়ে পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। অঙ্ক কিংবা জীবনবিজ্ঞানের সাথে পড়তে পারবেন ইতিহাস কিংবা বাংলাও। এই প্রক্রিয়াগুলি কার্যকর হলে পড়ুয়াদের পড়াশোনার প্রতি উৎসাহ আরও বাড়বে, দাবি ইউজিসির।