ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসনের শারীরিক অবস্থা স্থিতিশীল, সতীর্থদের জানালেন শুভেচ্ছাবার্তা

Saturday, June 19 2021, 3:03 pm
ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসনের শারীরিক অবস্থা স্থিতিশীল,  সতীর্থদের জানালেন শুভেচ্ছাবার্তা
highlightKey Highlights

উয়েফা ইউরোর ম্যাচে ডেনমার্ক ও ফিনল্যান্ড মুখোমুখি হয়েছিল। এই ম্যাচ চলাকালীনই আচমকাই জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসন। তৎক্ষণাৎ মাঠে নেমে পড়ে মেডিক্যাল দল। কৃত্রিম উপায়ে তাঁর শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হয়। তারপর সজ্ঞানে মাঠ ছাড়েন তিনি। মাঠ থেকে ৫০০ মিটার দূরে এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি। রবিবার সকালে টুইট করে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, 'আজ সকালে আমরা ক্রিশ্চিয়ান এরিকসনের সঙ্গে কথা বলেছি। সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য আপাতত হাসপাতালে থাকতে হবে'। হাসপাতাল থেকেই এরিকসন শুভেচ্ছা জানায় সতীর্থদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File