ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করল চেলসি
Sunday, May 30 2021, 5:21 am
Key Highlightsশনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় চেলসির। ২০১২ সালের পর ফের তারা দ্বিতীয় বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করলো। চেলসির হয়ে ৪২ মিনিটের মাথায় জয় সূচক গোলটি করেন কাই হাভার্টজ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিজের দলের হয়ে ১-০ গোলে জয়লাভ করায় চেলসির কাই হাভার্টজ তার বিশাল ট্রান্সফার ফি কিছুটা পরিশোধ করেছিলেন। খেলা শুরুর ৪২ মিনিট পর আক্রমণ শুরু হয়। হাভার্টজকে গোলের পাসটি বাড়িয়ে দিয়েছিলেন মেসন মাউন্ট। সেই বল নিয়ে হাভার্টজ এগিয়ে যান গোলের দিকে। তারপরই সিটির গোলরক্ষককে টপকে ফাঁকা গোলে বল ঠেলে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করেই লিগ জিতে নেয় চেলসি।
- Related topics -
- খেলাধুলা
- ইউরোপা লিগ
- চেলসি
- ম্যানচেস্টার সিটি
- ইউইএফএ

