UAE Golden Visa | এককালীন ১ লক্ষ এইডি দিলেই মিলবে আমিরশাহিতে থাকার ছাড়পত্র! গোল্ডেন ভিসা চালু করছে আরবও!
Wednesday, July 9 2025, 9:37 am

এককালীন ১ লক্ষ এইডি (আরব আমিরশাহির মুদ্রা) দিলেই সেখানে আজীবন থাকতে পারবেন কোনও ব্যক্তি।
আমেরিকার পরে গোল্ডেন ভিসা চালু করছে আরব আমিরশাহিও। এককালীন টাকা দিলেই মিলবে আরব আমিরশাহিতে থাকার ছাড়পত্র। জানা গিয়েছে, এককালীন ১ লক্ষ এইডি (আরব আমিরশাহির মুদ্রা) দিলেই সেখানে আজীবন থাকতে পারবেন কোনও ব্যক্তি। ভারতীয় মুদ্রায় এর মূল্য ২৩.৩ লক্ষ টাকা। এক্ষেত্রে কোনও ব্যবসায়ী, বিজ্ঞানী, উদ্যোগপতি, শিল্পী বা যে কোনও পেশায় সফল কোনও ব্যক্তি সরকারি নমিনেশন ক্যাটিগরির মাধ্যমে এই ভিসায় আরব আমিরশাহিতে থাকতে পারবেন। আপাতত ভারত ও বাংলাদেশের জন্য এই নতুন ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আরব আমিরশাহি
- অন্যান্য