U-19 World Cup | দক্ষিণ আফ্রিকা সফরের দলের দায়িত্বে অধিনায়ক 'বৈভব'! ১৫ সদস্যের দল ঘোষণা BCCI-এর

BCCI শনিবার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে। তালিকায় রয়েছে ১৪ বছর বয়সী প্রতিভাবান ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী।
ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দল (২০২৬): আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্রা (সহঅধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ভব মোহন। দক্ষিণ আফ্রিকা সফরের দল: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহঅধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ভব মোহন, যুবরাজ গোহিল, রাহুল কুমার।
