Chess | অনূর্ধ্ব-১০ বিশ্বকাপ ক্যাডেটে সোনা-রুপো বাংলার দুই খুদে দাবাড়ুর! অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

Sunday, July 6 2025, 5:53 pm
highlightKey Highlights

ফিডে অনূর্ধ্ব-১০ বিশ্বকাপ ক্যাডেটে সোনা জেতে বাংলার সর্বার্থ মণি। একই সঙ্গে রুপো পায় বাংলারই ঐশিক মণ্ডল।


বিশ্বমঞ্চের বাংলার নাম উজ্জ্বল করলেন দুই খুদে দাবাড়ু। জর্জিয়ার বাতুমি শহরে ৯ দিন ধরে চলছিল ফিডে আয়োজিত বয়সভিত্তিক বিশ্বকাপ। অনূর্ধ্ব৮, অনূর্ধ্ব১০ ও অনূর্ধ্ব১২র ছেলে ও মেয়েদের বিভাগে ৭টি পদক ঝুলিতে পুরেছে ভারতের খুদে দাবাড়ুরা। তিনটি সোনা ছাড়াও দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ জিতেছে ভারত। এই তালিকায় রয়েছে বাংলার দুই খুদেও। অনূর্ধ্ব১০ বিভাগে ক্লাসিকাল গেমের স্টেজ ২ এ বাংলার ঐশিক মণ্ডলকে হারিয়ে সোনা জিতেছে বাংলার সর্বার্থ মণি। রুপো পেয়েছে ঐশিক। এক্স হ্যান্ডলে দুজনকেই শুভেচ্ছা জানিয়েছে মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File