Train Accident | একই লাইনে দুটি ট্রেন! উত্তরপ্রদেশে মালগাড়ির পেছনে এসে সজোরে ধাক্কা আরেক মালগাড়ির!
Tuesday, February 4 2025, 8:30 am
Key Highlights
মঙ্গলবার ভোর ৪.৩০ নাগাদ নিজের মতোই সিগন্যালের অপেক্ষায় উত্তরপ্রদেশের সুজাতাপুর ও রুসালাবাদ রেল স্টেশনের কাছে দাঁড়িয়েছিল একটি মালগাড়িটি।
ফের লাইনচ্যুত ট্রেন! মঙ্গলবার ভোর ৪.৩০ নাগাদ নিজের মতোই সিগন্যালের অপেক্ষায় উত্তরপ্রদেশের সুজাতাপুর ও রুসালাবাদ রেল স্টেশনের কাছে দাঁড়িয়েছিল একটি মালগাড়িটি। তখনই হঠাৎ পিছন থেকে এসে ধাক্কা মারে আরও একটি মালগাড়ি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান রেলকর্মীরা, স্থানীয় খাগা থানার পুলিশ। দ্রুত হাসপাতালে পাঠানো হয় সেই দুই ট্রেনের চালক ও অন্যান্য কর্মীদের। এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও একই লাইনে দু’টি ট্রেন কীভাবে নামল তা নিয়ে ইতিমধ্যে রেলমন্ত্রক কাঠগড়ায় দাঁড় করিয়েছে একাংশ।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- ট্রেন দুর্ঘটনা