Madhya Pradesh | কুমন্তব্য, অশালীন আচরণ বাস চালক-কন্ডাক্টারের! শ্লীলতাহানির ভয়ে চলন্ত বাস থেকে ঝাঁপ দুই কিশোরীর!

Tuesday, February 11 2025, 2:30 pm
highlightKey Highlights

বাস থামাতে বললেও তা পাত্তা না দিয়ে বাসের পিছনের দরজাটি বন্ধ করে দেওয়া হয়।


শ্লীলতাহানির ভয়ে চলন্ত বাস থেকে ঝাঁপ মারলো নবম শ্রেণির ওই দুই ছাত্রী! আহত হয়েছেন দুই নাবালিকা। সোমবার সকালে মধ্যপ্রদেশের দামোহ জেলায় ওই দুই কিশোরী স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। যে বাসে তারা ওঠে তাতে চালক, কন্ডাকটার সহ চারজন ছিল। অভিযোগ, বাসে ওঠার পর থেকে কিশোরীদের উদ্দেশ্য করে নানান কুমন্তব্য, বাজে ইঙ্গিত করতে থাকে ওই চারজন। বাস থামাতে বললেও তা পাত্তা না দিয়ে বাসের পিছনের দরজাটি বন্ধ করে দেওয়া হয়। এরপরই আতঙ্কিত হয়ে চলন্ত বাস থেকে ঝাঁপ মারে দুই কিশোরী। ইতিমধ্যে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File