রাজ্য

Tea Laboratory | উন্নত কোয়ালিটির চা-পাতা পেতে দুটো চা-ল্যাবরেটারী করা হবে উত্তরবঙ্গে, ঘোষনা শ্রমমন্ত্রী মলয় ঘটকের

Tea Laboratory | উন্নত কোয়ালিটির চা-পাতা পেতে দুটো চা-ল্যাবরেটারী করা হবে উত্তরবঙ্গে, ঘোষনা শ্রমমন্ত্রী মলয় ঘটকের
Key Highlights

রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, ‘চায়ের ভিতর রাসায়নিক পদার্থ কতটা রয়েছে, তা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করবে কিনা সেটা পরখ করতে দু’টো ল্যাবরেটরি প্রস্তুত করা হবে উত্তরবঙ্গে।’

এদিন নবান্নে রাজ্য সরকার, চা বাগান মালিকদের সংগঠন, ক্ষুদ্র চা কৃষকদের সংগঠন এবং ভারতীয় টি বোর্ডের উপস্থিতিতে মিটিং হয়। এই বৈঠকে আলোচনায় উঠে আসে যে বাংলায় উৎপাদিত চা পাতায় ভেজাল মেশানো হচ্ছে, ভালো চা রপ্তানি হয়ে যাচ্ছে বিদেশে। বৈঠক শেষে রাজ্যের আইনমন্ত্রী ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, উত্তরবঙ্গে ভেজাল চা উৎপাদন রুখতে টাস্ক ফোর্স গঠন করা হবে উত্তরবঙ্গে। চায়ের ভিতর থাকা রাসায়নিক পদার্থ পরখ করতে দু’টো ল্যাবরেটরিও প্রস্তুত করা হবে সেখানে।