শহর কলকাতা

Kolkata Accident | কলকাতায় জোড়া পথ দুর্ঘটনায়! ওয়েলিংটন মোড় ও এক্সাইড মোড়ে মৃত্যু ২ মহিলার!

Kolkata Accident | কলকাতায় জোড়া পথ দুর্ঘটনায়! ওয়েলিংটন মোড় ও এক্সাইড মোড়ে মৃত্যু ২ মহিলার!
Key Highlights

সপ্তাহের প্রথমদিনেই শহর কলকাতায় জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের! দুর্ঘটনা দু'টি ঘটেছে ওয়েলিংটন মোড় এবং রবীন্দ্রসদনে এক্সাইড মোড়ে।

সপ্তাহের প্রথমদিনেই শহর কলকাতায় জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের! দুর্ঘটনা দু'টি ঘটেছে ওয়েলিংটন মোড় এবং রবীন্দ্রসদনে এক্সাইড মোড়ে। জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ ওয়েলিংটন মোড়ে একটি স্কুলবাস ধাক্কা দেয় ৭৬ বছরের এক বৃদ্ধাকে। তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সকাল ৯টা নাগাদ এক্সাইড মোড়ে পিটিএসের দিকে যাওয়ার রাস্তায় একটি সরকারি এবং বেসরকারি বাসের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে এক মহিলা গুরুতর আহত হন। পরে তাঁরও মৃত্যু হয়।