রাজ্য

Darjeeling Zoo | নয়া চমক দার্জিলিংয়ের চিড়িয়াখানায়! নেদারল্যান্ড থেকে এলো বিদেশি অতিথি রেড পান্ডা দম্পতি

Darjeeling Zoo | নয়া চমক দার্জিলিংয়ের চিড়িয়াখানায়! নেদারল্যান্ড থেকে এলো বিদেশি অতিথি রেড পান্ডা দম্পতি
Key Highlights

এই নিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে হল ২১।

বছর শেষে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় নয়া চমক। পদ্মজা নায়ডু হিমালয়ান জুলজিকাল পার্কে পর্যটকদের জন্য নেদারল্যান্ড আনা হল বিশাল ও কোশিকে। তারা আড়াই বছরের রেড পান্ডা দম্পতি। ক্রিসমাসের দিন বুধবারই ওই অতিথিরা এসে পৌঁছয় চিড়িয়াখানায়। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াতে অন্তত এক মাস রেড পান্ডা দম্পতিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর প্রজননের জন্য চিড়িয়াখানায় অন্য রেড পান্ডার সঙ্গে ছাড়া ওই দুই বিদেশি অতিথিকে। এই নিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে হল ২১।