কলকাতায় অপহরণ কর্নাটকের ব্যবসায়ী, ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Monday, December 7 2020, 9:53 am
Key Highlightsইএম বাইপাসের ধারে পশ্চিম চৌবাগা এলাকা থেকে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করা হয় কর্নাটকের ব্যবসায়ীকে। এই ঘটনায় মহম্মদ আসরফ এবং মহম্মদ রিয়াজ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত মানসুর হোসেন তাঁদের পূর্বপরিচিত বলে মনে করা হচ্ছে। কী কারণে মানসুরকে অপহরণ করা হল, তা খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ। রবিবার মানসুরের দাদা সাওয়ার হোসেন আনন্দপুর থানায় ভাইকে অপহরণ করে হয়েছে বলে অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, গত ১ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন মানসুর। রবিবার আইনজীবীকে নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর পরই তিলজলা থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।