Ladakh | বিদেশী মদতকে সিলমোহর, অগ্নিগর্ভ লাদাখে আটক ২ নেপালি নাগরিক, কারফিউ জারি শহরে
Thursday, September 25 2025, 5:45 pm

পুলিশ জানিয়েছে, লাদাখের গণবিক্ষোভে চারজন নেপালি নাগরিক আহত হয়েছেন।
পৃথক রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ‘গণবিক্ষোভ’ শুরু হয়েছে লাদাখে। লাদাখের এই আন্দোলনে, পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। একাধিক পুলিশ ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে বলেও খবর। কেন্দ্রীয় সরকার দাবি করছিল এই ঘটনার পিছনে বিদেশি মদত রয়েছে। এবার পুলিশকে আক্রমণের অভিযোগে গ্রেপ্তার হলেন দুই নেপালি নাগরিক। পুলিশ সূত্রে খবর, এদিন বিক্ষোভস্থলে মোট চারজন নেপালি নাগরিক আহত হয়েছেন। দুজনের চিকিৎসা চলছে। বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে বিদেশী মদতের ব্যাখ্যা আরো জোরদার হচ্ছে।
- Related topics -
- দেশ
- লাদাখ
- পূর্ব লাদাখ
- বিক্ষোভ