AC Local Train | শুক্রেই চলবে দুটি নতুন এসি লোকাল ট্রেন, শিয়ালদা-বনগাঁ-রানাঘাট হয়ে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা
Tuesday, September 2 2025, 3:02 pm

আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) থেকে শিয়ালদা-বনগাঁ-রানাঘাট এসি লোকাল ট্রেন চালু হচ্ছে।
পূর্ব রেলের তরফে জানানো হল, শুক্রবার থেকেই শিয়ালদহ ডিভিশনে আরও দুটি লোকাল এসি ট্রেন পরিষেবা চালু করে দেওয়া হচ্ছে। আগামী শুক্রবার থেকে শিয়ালদা-বনগাঁ-রানাঘাট এসি লোকাল ট্রেন চলবে। সপ্তাহে ছ'দিন এই এসি লোকাল ট্রেন চালানো হবে। রোজ সকাল ৭ টা ১১ মিনিটে রানাঘাট থেকে বেরিয়ে সকাল ৭ টা ৫২ মিনিটে বনগাঁ এবং সকাল ৯ টা ৩৭ মিনিটে শিয়ালদা স্টেশনে ঢুকবে ট্রেনটি। তারপর সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে শিয়ালদা ছেড়ে বেরিয়ে বাজবে রাত ৮ টা ৪ মিনিট বনগাঁ পৌঁছে রাত ৮ টা ৪১ মিনিটে যাত্রা শেষ করবে রানাঘাট স্টেশনে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শিয়ালদহ স্টেশন
- শিয়ালদহ
- বনগাঁ
- ট্রেন
- লোকাল ট্রেন
- এসি থ্রি টিয়ার ইকোনমি ক্লাস
- নতুন এসি রেক