Ig Nobel Prize | জুতোর দুর্গন্ধ দূর করে নোবেল পুরস্কার জিতলেন দুই ভারতীয় গবেষক!

Sunday, September 21 2025, 4:34 pm
highlightKey Highlights

অতিবেগুনি রশ্মি ব্যবহার করে ব়্যাক থেকেই জুতোর দুর্গন্ধ দূর করে নোবেল পুরস্কার জিতলেন দুই ভারতীয় গবেষক।


১৯৯১ সালে ‘Annals of Improbable Research’ নামে একটি হাস্যরসাত্মক বৈজ্ঞানিক পত্রিকা বিখ্যাত ইগ নোবেল পুরস্কার দেওয়া শুরু করে। যে সকল উদ্ভাবন মানুষকে হাসায় অথচ ভাবতে বাধ্য করে, এমন উদ্ভাবনগুলিকে উদযাপন করে এই পুরস্কার। ২০২৫ সালের ‘ইগ নোবেল’ পুরস্কার জিতেছেন দুই ভারতীয় গবেষক বিকাশ কুমার এবং সার্থক মিত্তল। মাইক্রোবায়োলজি এবং ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা একটি UV রশ্মি লাগানো জুতোর র‍্যাক ডিজাইন করেছেন। ওই ব়্যাকে জুতো রাখলেই দুর্গন্ধ দূর হবে, দাবি দুই বিজ্ঞানীর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File