‘মিশন গগনযানে’র প্রস্তুতি, প্রশিক্ষণ নিতে রাশিয়ায় পাড়ি দিচ্ছেন দুই ফ্লাইট সার্জেন
Sunday, January 10 2021, 3:34 pm
Key Highlights
মিশনের প্রস্তুতিতে বিশেষ প্রশিক্ষণ নিতে রাশিয়া পাড়ি দিতে চলেছেন দুই ফ্লাইট সার্জেন। সেখানে স্পেস মেডিসিন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ নেবেন তাঁরা। রবিবার ভারতীয় মহকাশ গবেষণা সংস্থা ইসরোর এক আধিকারিক এই কথা জানান। প্রশিক্ষণে যাওয়া দুই ফ্লাইট সার্জেন এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনায় ডাক্তার হিসেবে কর্মরত রয়েছেন। তাঁরা স্পেস মেডিসিনে বিশেষজ্ঞ বলে জানা গিয়েছে। ইসরোর আধিকারিক জানিয়েছেন যে রুশ চিকিৎসকদের কাছ থেকে এই বিষয়ে আরও খুঁটিনাটি প্রশিক্ষণ নেবেন তাঁরা। এই মিশনে মহাকাশচারীদের স্বাস্থ্যের দিকটা তাঁদের তত্বাবধানের রাখার কথা ভেবেছে ইসরো। তাই পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্যে ওই দুই চিকিৎসককে রাশিয়া পাঠানো হচ্ছে।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- মিশন গগনযান
- রাশিয়া
- বিজ্ঞান
- ইসরো