Ramcharan । আল্লু অর্জুনের পর এবার রামচরণ, ক্রমাগত ভক্ত মৃত্যুতে অস্বস্তি বাড়ছে সিনেমামহলে
গত ৪ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রিতে দক্ষিণী মেগাস্টার রামচরণের ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রিরিলিজ ইভেন্ট হয়। সেই ইভেন্টের পরেই প্রাণ হারান ২ ভক্ত।
আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে দক্ষিণী সিনেমার মেগাস্টার রামচরণের বড় বাজেটের সিনেমা 'গেমচেঞ্জার'। গত ৪ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রিতে ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রি রিলিজ ইভেন্ট হয়। ইভেন্ট শেষে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন দুই তরুণ ভক্ত আরভা মণিকান্ত (২৩) ও থোকাডা চরণ (২২)। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রামচরণ। ৫ লাখের সাহায্যও করবেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি ‘পুষ্পা টু’র বিশেষ প্রদর্শনীতে ভক্ত মৃত্যুতে হাজতবাস হয়েছিল আল্লু অর্জুনের।