Mahakumbh Stampede | 'দেহের অবস্থা খুবই খারাপ' ! মহাকুম্ভে পদপিষ্ঠের ঘটনায় মৃত বাংলার দুই প্রৌঢ়া!
Thursday, January 30 2025, 7:58 am
Key Highlights
মহাকুম্ভে পদপিষ্ঠের ঘটনায় মৃত ৩০ জন। যার মধ্যে ২৫ জনকে শনাক্ত করা গিয়েছে।
মহাকুম্ভে পদপিষ্ঠের ঘটনায় মৃত ৩০ জন। যার মধ্যে ২৫ জনকে শনাক্ত করা গিয়েছে। তবে বাকি ৫ জনের পরিচয় এখনও জানা যায়নি। জানা গিয়েছে, ওই মৃতদের মধ্যে রয়েছেন বাংলার দুই প্রৌঢ়া! মৌনী অমাবস্যায় পুণ্যস্নানে গিয়ে মহাকুম্ভে পদপিষ্ঠের ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার ৯৫ নম্বর ওয়ার্ডের অশ্বিনী নগরের ও পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা। প্রথম জনের দেহ এখনও পরিবারের হাতে আসেনি। স্থানীয় কাউন্সিলর জানান, দেহের অবস্থা খুবই খারাপ। অন্যদিকে, দ্বিতীয় জনের মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে পরিবার।