Falaknuma Express | চলন্ত অবস্থাতেই দু’টুকরো হয়ে গেলো ট্রেন! আলাদা হয়ে গেলো সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেসের দু’টি বগি!
Tuesday, April 8 2025, 12:55 pm
Key Highlightsবরাতজোরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনুমা এক্সপ্রেস।
চলন্ত অবস্থাতেই আলাদা হয়ে গেলো ট্রেনের দু’টি বগি! বরাতজোরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনুমা এক্সপ্রেস। মঙ্গলবার, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুম্মাদেবীর কাছে চলন্ত অবস্থাতেই আলাদা হয়ে যায় দুটি এসি কামরা। প্রাথমিক অনুমান, কামড়া দুটির মাঝে কাপলিং ভেঙে গিয়েই এই বিপত্তি ঘটে। এর ফলে কিছু কামরা ইঞ্জিনের সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। আর শেষের দিকে কামরাগুলো আলাদা হয়ে লাইনের পিছনের দিকে সরে যায়। তবে কোনও প্রাণহানি হয়নি। অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- ট্রেন
- ট্রেন দুর্ঘটনা

