ভারতীয় রেল

Rangapani । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাস্থল রাঙাপানিতেই ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত ট্রেনের ২টি বগি

Rangapani । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাস্থল রাঙাপানিতেই ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত ট্রেনের ২টি বগি
Key Highlights

ফাঁসিদেওয়ার রাঙাপানিতে ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গিয়েছে অয়েল ট্যাঙ্কারের (মালগাড়ি) দুটি বগি।

ফিরলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। ফাঁসিদেওয়ার রাঙাপানিতে ফের রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গিয়েছে অয়েল ট্যাঙ্কারের (মালগাড়ি) দুটি বগি। তবে বড়সড় কোনও বিপর্যয় ঘটেনি। সাময়িকভাবে কিছুটা ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে চলবে। কিছু ট্রেন বাতিলেরও আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, গত ১৭ জুন ফাঁসিদেওয়ার রাঙাপানির কাছে দুর্ঘটনার মুখে পড়েছিল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই দুর্ঘটনায় মালগাড়ির লোকো পাইলট-সহ ১০ জনের মৃত্যু হয়েছিল। এদিকে গতকাল লাইনচ্যুত হয় হাওড়া-মুম্বই মেল এক্সপ্রেস।