টিভিএস মোটর সংস্থা চালু করলো ফার্স্ট-ইন-সেগমেন্ট বৈশিষ্ট্য সহ নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ ৪ ভি!

Friday, December 15 2023, 11:27 am
টিভিএস মোটর সংস্থা চালু করলো ফার্স্ট-ইন-সেগমেন্ট বৈশিষ্ট্য সহ নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০  ৪  ভি!
highlightKey Highlights

এসে গেল ফার্স্ট-ইন-সেগমেন্ট বৈশিষ্ট্য সহ নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ ৪ ভি। গ্লোস ব্ল্যাক, পার্ল হোয়াইট এবং টিভিএস ওয়ান মেক রেস বাইকের দ্বারা অনুপ্রাণিত ম্যাট ব্লু শেড নামক তিনটি রঙের বিকল্পে মোটরসাইকেলটি চালু করা হল। এক্স-শোরুম দিল্লির দামানুযায়ী এর মূল্য হল ১.১ লক্ষ রুপি। জানানো হয়েছে যে নতুন বৈশিষ্ট্যগুলির জন্য 2021 মডেলের পরিবর্তে পূর্ববর্তী দ্বৈত-চ্যানেল বৈকল্পিকের তুলনায় আপনাকে অতিরিক্ত 1000 টাকা দিতে হবে। স্পোর্ট, আরবান এবং রেইন নামে তিনটি রাইডিং মোড আছে। বাইকটিতে একটি ডেডিকেটেড রাইড মোড সুইচ, যার ফলে চালক চলন্ত অবস্থাতেও মোড বাদল করতে পারবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট