Trump-Zelensky | ট্রাম্প-জেলেনস্কির তুমুল বচসা, হোয়াইট হাউসে স্থগিত রইলো খনিজ চুক্তি-শান্তি চুক্তি

একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর সেই তুমুল বচসার ফলশ্রুতিতে হল না খনিজ চুক্তি।
শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি থেকে শুরু করে ইউক্রেন আমেরিকার খনিজ চুক্তি নিয়েও আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে তুমুল বচসায় পৌঁছায় বাদানুবাদ। ট্রাম্প জেলেনস্কিকে জানান, রাশিয়া বা ইউক্রেন কারও দিকেই তিনি ঝুঁকে নেই। তবে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হলে খানিকটা আপস করতে হবে ইউক্রেনকে। এরপরই হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসেন জেলেনস্কি।