Transgender Athlete Ban | মহিলাদের খেলায় রূপান্তরকামীদের নিষিদ্ধ করার আদেশনামায় সই ট্রাম্পের, কোপ অলিম্পিক্সেও
Thursday, February 6 2025, 5:36 am

হোয়াইট হাউসে বসে মহিলাদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করার আদেশনামায় স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মসনদে বসেই কড়া ট্রাম্প। মহিলাদের খেলায় রূপান্তরকামী অ্যাথলিটদের নিষিদ্ধ করার আদেশনামায় সই করলেন তিনি। ট্রাম্পের আদেশনামায় স্পষ্ট বলা হয়েছে মহিলাদের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে ‘সেক্স’ বিবেচনা করে দেখতে হবে। লিঙ্গ পরিচয় না থাকা কাউকে মহিলা বিভাগে খেলতে না দিলেই মহিলা অ্যাথলিটদের স্বার্থ সুরক্ষিত হবে। এ বিষয়ে অলিম্পিক্স কমিটির উপরে প্রভাব খাটাতে পারে ট্রাম্প প্রশাসন। ফলত ২০২৮ এর গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আগে এই বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) উপরে চাপ দিতে পারে ট্রাম্প।
- Related topics -
- আন্তর্জাতিক
- donald trump
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- আমেরিকা
- রূপান্তরকামী
- খেলোয়াড়
- অ্যাথলিট
- অলিম্পিক্স