Elon Musk | ট্রাম্পজমানায় শক্তিশালী হচ্ছেন ইলন মাস্ক! তিন তিনবার পদ বদল আমেরিকার রাজস্ব বিভাগে!

মঙ্গলবার আইআরএসের প্রধান পদে বসানো হয়েছিল গ্যারি শ্যাপলিকে। তাঁকে ওই পদ থেকে সরিয়ে ট্রেজারি বিভাগের অন্য পদে বসানো হচ্ছে বলেও সূত্রের খবর।
কয়েকদিন আগে ভারপ্রাপ্ত কমিশনার পদে বসেছিলেন স্কট বেসেন্ত। ওই পদ পাওয়ার পর থেকেই এলন মাস্কের সাথে তাঁর ক্ষমতার লড়াই শুরু হয়। নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ত এ বিষয়ে মার্কিন রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানান। এরপর মঙ্গলবার আইআরএসের প্রধান পদে বসানো হয় গ্যারি শ্যাপলিকে। সেখানেও নিজের প্রভাব খাটান মাস্ক। এর জেরে ফের বদল আইআরএস বিভাগে। এবার আমেরিকার রাজস্ব বিভাগের প্রশ্ন পদে বসানো হচ্ছে বেসেন্তের ডেপুটি মাইকেল ফককেন্ডারকে।