Trump-China | ভারতের ওপর শুল্ক চাপলেও চিনের ওপর নয়! কিসের 'ভয়' পাচ্ছেন ট্রাম্প?

রাশিয়া থেকে তেল কিনে সেটা শোধন করে আবার বিক্রি করবে চিন। অতিরিক্ত শুল্ক থাকার দরুণ বিশ্ববাজারে সেই তেলের দাম চড়চড়িয়ে বাড়বে।
রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু একই কাজ করেও চিনের ওপর কেন অতিরিক্ত শুল্ক চাপলো না? এই প্রশ্নের জবাবে মুখ খুললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তাঁর কথায়, রুশ তেল কেনার শাস্তিস্বরূপ চিনের উপর শুল্ক বসালে আখেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে। কারণ রাশিয়া থেকে তেল কিনে সেটা শোধন করে আবার বিক্রি করবে চিন। অতিরিক্ত শুল্ক থাকার দরুণ বিশ্ববাজারে সেই তেলের দাম চড়চড়িয়ে বাড়বে। ফলে কিছুটা ভয় পেয়েই চিনের উপর এখনই শুল্ক বসাচ্ছে না আমেরিকা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- চিন
- চীন
- শুল্ক
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য